হাসিনার সমর্থন চাইলেন সুইডিশ প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৭ জুন ২০১৬, ১৫:৪৬
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে প্রার্থিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন চেয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফেন।
রবিবার সন্ধ্যায় শেখ হাসিনাকে ফোন করে লফেন সমর্থন চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রেস সচিব জানান, ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সুইডিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনাও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরামে অংশ নিতেও লফেনকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
ইহসানুল করিম জানান, দুই প্রধানমন্ত্রীই আগামী ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শরণার্থীদের নিয়ে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে কো চেয়ার হতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৭-১৮ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য লড়ছে সুইডেন।