পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:১০
তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্যে মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার।
১৪ জানুয়ারি রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান।
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেন, মজুরি বোর্ড আগামী ৬ মাসের মধ্যে শ্রমিকদের বেতন নির্ধারণ করবে। সেক্ষেত্রে অবশ্যই বাজার মূল্য ও অন্যান্য জিনিসপত্রের দর যাচাই করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণ করবে। নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন শামসুন্নাহার ভূইয়া।
এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করে সরকার।