কবিতা

চিৎকার করে বলবো কাকে বধির গোটা দেশ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:১০

প্রদীপ ঘোষ

ধর্ষিত পূজা শুয়ে থাক তুই হাসপাতালের বেডে
যেখানে রাষ্ট্র শুয়ে গেছে কবেই অন্ধকারের পেটে
চিৎকার করে বলবো কাকে, বধির গোটা দেশ
তনু -পূজারা এভাবে আর কত হবে নি:শেষ?

তোর বাবা আজ ভ্যান ফেলে খোজে চিকিৎসার টাকা
থমকে গেছে ভ্যানের তিনটি উন্নয়নের চাকা
চিৎকার করে বলবো কাকে, বধির গোটা দেশ
পাঁচ বছরের শিশু ধর্ষিত, উন্নয়নটা বেশ

বিচার চায়নি ধর্ষিত শিশু বাঁচতে চায়রে শুধু
কেনো এদেশে জন্মালি তুই চোরেরা যেখানে সাধু
চিৎকার করে বলবো কাকে, বধির গোটা দেশ
জানতে চাসনে এ কাল রাত কবে হবে যে শেষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত