শুরু হচ্ছে উদীচী’র নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৫

জাগরণীয়া ডেস্ক

 

শুরু হতে চলেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নাটক ও নৃত্য বিভাগ আয়োজিত সাত দিনব্যাপী নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ওই দিন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে কমরেড মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় উদ্বোধন হবে এ কর্মশালা।

উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি নিবাস দে’র সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এছাড়াও, উপস্থিত থাকবেন কর্মশালার প্রশিক্ষক কামরুল হাসান ফেরদৌস। 

এবারের কর্মশালায় মূলত ভরত নাট্যম এবং লোকনৃত্যের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কর্মশালার ক্লাস। নৃত্য শিল্প বিষয়ে আরো ভালো করে জানা এবং এর চর্চা বৃদ্ধিই এ কর্মশালার মূল উদ্দেশ্য। আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সমাপ্তি টানা হবে সপ্তাহব্যাপী এ কর্মশালার। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত