কবিতা
ওমরান দাকনিশের জন্য প্রার্থনা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৬, ১৭:৩১
ওমরান দাকনিশ কে আমি জানিনা
আমি জানিনা ওর ধর্ম জাতপাত
জানতে চাইও না......।
কেবল বিশুদ্ধ অনুভূতির অতলান্ত থেকে উঠে আসা
একটা প্রবল কান্নাচ্ছ্বাস আমাকে নাড়িয়ে দিয়ে বুঝিয়ে দেয়
ওমরান আমার ভাই।
ওমরান আমারই নিপীড়িত মানবতার আতঙ্কিত মুখশ্রী।
মানুষকে তুমি সিরিয়ান কিংবা আফগান যে নামেই ডাকো
তাকে বাঁচতে দাও।
মানুষকে তুমি আমেরিকান কিংবা আফ্রিকান যে পরিচয়েই পরিচিত করো
কেবল তাকে বাঁচতে দাও।
হিন্দু মুসলিম খ্রিস্টান কিংবা নাস্তিক যেভাবেই চিনহিত করো তাকে
কেবল তাকে বাঁচতে দাও।
সাদা কিংবা কালো যে বর্ণেই আখ্যায়িত করো তাকে
তাকে বাঁচতে দাও।
এশিয়া কিংবা ইউরোপ যে বলয়েই বন্দী করো তাকে
কেবল বাঁচতে দাও।
যে সভ্যতার অগ্রগতিতে শিশু হাসতে ভুলে যায়
যে প্রগতির নিচে প্রতিনিয়ত পিষ্ট হয় নিরপরাধ নারী
যে পৃথিবী মানুষের কাছ থেকে কেড়ে নেয় নান্দনিক জীবন
সেই সভ্যতা প্রগতি আর পৃথিবীর কোন দরকার নেই।
মানুষকে বাঁচতে দাও
অন্যথায় পৃথিবীর সর্বশেষ অক্সিজেনদায়ী বৃক্ষের গোড়ায় চালাও তোমার ক্ষমতার কুঠার
এসো আত্মহত্যা করি।