'সাড়ে তিনশ' বছর'

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৪

জাগরণীয়া ডেস্ক

অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে বীথি সপ্তর্ষির কবিতার বই 'সাড়ে তিনশ' বছর'। বইটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী (স্টল নং ৫৩৫-৫৩৬)। মোট ৩০টি কবিতা নিয়ে সাজানো হয়েছে বইটি। মূল্য ১৫০ টাকা।

বইটি সম্পর্কে বীথি সপ্তর্ষি বলেন, "কবিতা লিখি কৈশোর থেকে। কিন্তু কবিতা লিখি সেটা প্রকাশ করতে এক ধরণের দ্বিধা ছিলই। কবিতা বোঝে এমন কয়েকজনের উৎসাহ আর অনুরোধেই শেষ পর্যন্ত বইটি প্রকাশ করা"।

উল্লেখ্য, সাংবাদিকতার শিক্ষার্থী বীথি সপ্তর্ষি বর্তমানে পেশায় একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদক। দীর্ঘদিন ধরেই তিনি নারী অধিকার ও নারীবাদ নিয়ে লেখালেখি করছেন। নারী অধিকার আদায়ের বিভিন্ন সংগঠনেও কাজ করেছেন তিনি। অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছে নারীবাদী লেখক বীথি সপ্তর্ষির নারী অধিকার ও নারীবাদ সম্পর্কিত প্রথম বই 'এক্স ক্রোমোজোম'।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত