আকাশগঙ্গা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬

রাতও কখনো কখনো ঘুমিয়ে পড়ে সূর্যের অপেক্ষায় 
অথচ আমার ঘুম আসে না চন্দ্রছায়ায়
অযুত গ্রহনক্ষত্ররাজির মতো অনন্ত ছায়াপথ ঘুরতে ঘুরতে মনে হয়-
তোমাকেই তো খুঁজেছিলাম আদ্যোপান্ত;
তোমাকেই তো চেয়েছিলাম নেপচুন এর চূড়ান্ত সীমানায়।

যে ধূমকেতু শূন্য থেকে খসে পড়ে শূন্যে মিলিয়ে যায়-
যার ধূলিকণার স্বাদ পায় না পৃথিবীর কোন পথিক-
তুমি হ্যাঁ তুমিই তো ছিলে সেই বিচ্যুত অগ্নিখণ্ডে!
তোমার আগুনে পুড়ে ছাই হবো বলেই তো-
কত আলোকবর্ষ ধরে ঘুরে এসেছি সহস্র নক্ষত্রবীথি! 

এবারে চির কৃষ্ণগহ্বরে মিলিয়ে যাবো, হারিয়ে যাবো 
তার আগে শেষবার প্রদক্ষিণ করবো তোমায় এক অধিবর্ষে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত