সেদিন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ১৫:০৯

কোন একদিন তোমার ঘুম ভেঙে যাবে আমার নিঃশব্দ আবাহনে-
চোখ মেলে দেখবে তুমি সমস্ত রাত কেমন অতন্দ্র কামে জেগেছে আমার চোখ;
দেখবে প্রজাপতির পাখার মতো কিভাবে আমার রঙিন ঠোঁট জড়িয়ে আছে তোমায়।
তোমার হিমশীতল হৃদয়ে সেদিন ঝলমল করে উঠবে চৈত্রের গনগনে সূর্য।
তোমার খরখরে ফুসফুসে সেদিন আমি ভরে দেবো পৃথিবীর বিশুদ্ধতম প্রাণবায়ু।

সেদিন তুমি ভুলে যাবে আমিহীন সকল তপ্ত দুপুর, নির্ঘুম কাটানো শীতল রাত;
ভুলে যাবে নিঃসঙ্গ সন্ধ্যার মদিরার মতো আমাকে কাছে না পাবার অসহায় স্মৃতি;
সেদিন, হ্যাঁ ঠিক সেদিন আমি বিষাদসিন্ধু পেরিয়ে আসবো অমরত্বের সন্ধান দিতে।
যেও না, সেদিন ফিরে যেও না যদি মৃত্যুও আসে কাছে-
আমার ওষ্ঠের চেয়ে বড় গরলসুধা তোমায় আর কে দিবে বলো?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত