‘টুলটুল আর ম্যাঁওছানাদের গপ্পো’

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

জাগরণীয়া ডেস্ক

অমর একুশে বইমেলায় ২০১৯-এ শিশুদের জন্য প্রকাশিত হয়েছে শারমিন শামসের বই 'টুলটুল আর ম্যাঁওছানাদের গপ্পো'। রঙবেরঙের ছবিতে ভরা বইটি প্রকাশ করেছে শৈশব প্রকাশ, শিশুচত্বরে স্টল নম্বর ৭১৫। বইটির পাতায় পাতায় মজার মজার ছবি এঁকেছেন এবং প্রচ্ছদ করেছেন আসিফুর রহমান। 

শিশুদের জন্য এবারই প্রথম বই লিখেছেন শারমিন শামস্‌। শিশুর মনে প্রাণিদের প্রতি ভালবাসা আর দায়িত্ববোধ গড়ে দেবার ভিন্নধর্মী গল্প এটি। পুরো গল্প জুড়ে শিশুর মনের ভেতরের মানবিকবোধ জাগিয়ে তোলা এবং প্রাণিদের প্রতি দায়িত্বশীল হবার অনুপ্রেরণা রয়েছে। 

উল্লেখ্য, পেশায় সাংবাদিক শারমিন শামস্‌ লেখালেখির পাশাপাশি প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। নারীবাদ তার লেখালেখি ও চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য। তার প্রথম বই ‘অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র’ প্রকাশিত হয়েছে ২০১৭ সালের অমর একুশে বইমেলায়। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮তে প্রকাশিত হয় লেখকের গল্পগ্রন্থ – ভালোবাসা আর ভালো না বাসার গল্প এবং উপন্যাস-কয়েকজন বোকা মানুষ ও কাঠগোলাপের পৃথিবী। বইগুলো পাওয়া যাবে যথারীতি শ্রাবণ প্রকাশনী, অনিন্দ্য প্রকাশনী ও অবসর প্রকাশনীতে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত