'ধূমায়িত কৌতূহল'

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২২

জাগরণীয়া ডেস্ক

চিকিৎসক, কবি, লেখক ও আবৃত্তিশিল্পী পুষ্পিতা রায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'ধূমায়িত কৌতূহল' প্রকাশিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ 'দ্যু প্রকাশন' থেকে। বইটি পাওয়া যাবে দ্যু প্রকাশনের ৩৩১ নাম্বার স্টলে ও উদীচীর ২৯ নাম্বার স্টলে।

বইটি সম্পর্কে পুষ্পিতা রায় বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা,জীবনবোধের বিমূর্ত সারাংশ এবং বাস্তব অস্তিত্বে যে উপলব্ধি তার গর্ভাশয় থেকে অভিক্ষিপ্ত হয়েছে আমার কবিতাগুলো। মিশ্রিত অনুভূতির  বশবর্তী হয়েই কবিতার জন্ম দিয়েছি। চিকিৎসাবিদ্যা ও লেখালেখির মধ্যকার একটা নিগূঢ় সখ্যতা রয়েছে এটা আমার উপলব্ধি। সেই সখ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়াসে ব্যস্ত থাকি। আশা রাখছি পাঠকের হৃদয়ে পৌঁছবে"।

উল্লেখ্য ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয় পু্ষ্পিতা রায়ের প্রথম কাব্যগ্রন্থ 'বৃষ্টিস্নাত পিয়ানো'। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত