অপচিকিৎসায় পা কেটে ফেলা হল মাদ্রাসা ছাত্রীর
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১১:৩০
দিনাজপুর জেলার পার্বতীপুরে হোমিও চিকিৎসকের অপচিকিৎসায় ক্যান্সারে আক্রান্ত হওয়া মৃত্যুপথযাত্রী মাদ্রাসা ছাত্রী মিনার পা কেটে ফেলা হয়েছে।
উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর দালালিপাড়া গ্রামের মো. রাজুর মেয়ে মিনা বেগম (১৪)। প্রায় দেড় বছর আগে তার ডান পায়ের গোড়ালিতে ছোট একটি টিউমার হয়।
মিনা স্থানীয় নীলকুঠির ডাঙ্গা দাখিল মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়েন। ওই মাদ্রাসার সুপার হোমিও চিকিৎসক আনিসুল হক মিনার টিউমারটি দেখে নিজে অপারেশন করতে চান। মিনার পরিবারের কেউ রাজি না থাকা সত্ত্বেও আনিসুল হক জোরপূর্বক ব্লেড দিয়ে দোকানে অপারেশন করে সাতটি সেলাই দেন। এর পরও রক্ত বন্ধ হয়নি। নিরুপায় হয়ে অসুস্থ মিনাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। অনেক চরাই উতরাই পেরিয়ে অর্থাভাবের কারণে দীর্ঘদিন পর তার অপারেশন হলো।
বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে তার অপারেশনের পর মিনার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে বড় বোন আক্তারিনা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। পরে মিনার কেটে ফেলা পা বাড়িতে এনে বিকেলে দাফন করা হয়।
এ ঘটনার জন্য দায়ী হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।