কুলাউড়ায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৭, ২২:৩০
বৃহত্তর হাকালুকি হাওর তীরের কুলাউড়া উপজেলার বন্যা কবলিত এলাকায় ছড়িযে পড়েছে পানিবাহিত রোগ। কুলাউড়া হাসপাতালে গত এক সপ্তাহে ৫৭ জন রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাওর এলাকায় মেডিকেল টিমের পাশাপাশি একটি মোবাইল মেডিকেল টিমও কাজ করছে। ভর্তি হওয়া ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক।
কুলাউড়া উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ জুন থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৫২ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে এবং ২১ জন নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের বেশিরভাগই বন্যা কবলিত এলাকার। ডায়রিয়া সর্বশ্রেণির মানুষ আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, কুলাউড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ইউনিয়নে একটি করে মেডি্যোল টিম রয়েছে। এছাড়া রিজার্ভ ৫টি মেডিকেল টিম রয়েছে। হাকালুকি হাওর তীরে ভুকশিমইল ইউনিয়নে মেডিকেল টিমের পাশাপাশি একটি মোবাইল টিম কাজ করছে। তবে হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে এটা স্বাভাবিক।
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, মৌলভীবাজারের বন্যা কবলিত ৪ উপজেলার জন্য ৬৭টি মেডিকেল কাজ করছে। তাছাড়া পর্যাপ্ত ঔষধ মজুত রয়েছে।