গোবিন্দগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার!
প্রকাশ : ০৮ জুলাই ২০১৭, ০০:২৭
জাগরণীয়া ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পান্না বেগম (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের আমিনের ভিটা গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়। পান্না বেগম ওই গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে কামালের স্ত্রী।
স্থানীয়রা জানান, গত তিন মাস পূর্বে পান্না বেগমের সঙ্গে কামালের বিয়ে হয়। এরপর ভাল চলছিল তাদের জীবন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে গলায় ফাস লাগানো ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় নিহতের শ্বশুর বাড়ির লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
0Shares