আগৈলঝাড়ায় দুস্থদের মাঝে গম বিতরণ
প্রকাশ : ০২ জুলাই ২০১৭, ১৬:১৬
জাগরণীয়া ডেস্ক
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে গম বিতরণ করা হয়েছে।
ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে গম বিতরণ করেন উপজেলা কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বিপুল চন্দ্র দাস ও ইউপি সদস্যসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা কর্মকর্তা স্থানীয় জনসাধারণের সাথে পরিচিত হন। তিনি তাদের যেকোন পরার্মশ ও সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ওই ইউনিয়নে মোট ৭শ’ ৭০ জন গরীব ও দুস্থদের মাঝে গম বিতরণ করা হবে।