চুরি হওয়া নবজাতক উদ্ধার

প্রকাশ : ০৮ জুন ২০১৭, ২০:৩১

জাগরণীয়া ডেস্ক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটিকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

৮ জুন (বৃহস্পতিবার) বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব সদর দপ্তরে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়।

এ সময় চুরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এরা হলেন বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া এলাকার হাওয়া বিবি (৪৫), তার মেয়ে রিনা বেগম (২২) ও মেয়ে জামাতা সোলায়মান হোসেন (২৮)।

সংবাদ সম্মেলনে আনোয়ার উজ জামান বলেন, "গত ৪ জুন হাসপাতালের প্রসূতি বিভাগের বারান্দা থেকে তিন দিন বয়সী বাচ্চাটি চুরি হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল পাশের বেডের রোগী রিনা বেগম ও তার স্বজনরা। বাচ্চাটির পরিবারের আবেদনে তাকে উদ্ধারে নামে র‌্যাব। পরে বরগুনা থেকে আটক করা হয় রিনার মা হাওয়া বিবিকে।”

তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে বাচ্চাটি উদ্ধার এবং রিনা ও তার স্বামীকে আটক করা হয় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

নিঃসন্তান দম্পতি রিনা ও সোলায়মান পরিকল্পতিভাবে শিশুটিকে চুরি করে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত