ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
প্রকাশ : ০১ জুলাই ২০১৭, ২১:৪৪
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ দুইজন নিহত ও চার জন আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ১ জুলাই (শনিবার) সকালে ময়মনসিংহগামী মাছভর্তি (ন-১১-৯৭৭০) পিকআপের সাথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় অপরদিক থেকে যাত্রীবাহি (ঢাকা মেট্রো-জ-১৪-১৭৩০) ভাই ভাই পরিবহন বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক রুবেল হোসেন (৩২) মারা যান। নিহত রুবেল হোসেন শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার চরবাঘা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অপরদিকে শুক্রবার রাতে একই সড়কের হাজির বাজার এলাকায় রাস্তা পাড়াপারের সময় গাড়ি চাপায় অজ্ঞাত নারী (৫০) ঘটনাস্থলেই মারা যান।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জহিরুল হক জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন ও আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস ও পিকআপ আটক করে মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবেল হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে অজ্ঞাত নারীর লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।