লালমনিরহাট পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল
প্রকাশ : ২৯ জুন ২০১৭, ১৭:৩৩
ঈদের বিকেল থেকেই তরুণ-তরুণী, কিশোর-কিশোরীরাসহ অনেকেই পরিবার নিয়ে ভীড় করতে থাকে লালমনিরহাটে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, শালবন, তিনবিঘা করিডোর, বোতলের তৈরী বাড়ি, বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট, চা বাগান, কবি শেখ ফজলল করিমের বাড়ি, বিমান ঘাটি ও আনন্দলোক মিলিটারী ফার্মে।
ঈদের দিন থেকে ৩ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার মানুষকে রিকশা, ভ্যান, মটরসাইকেল, মাইক্রোবাস, বাস যোগে লালমনিরহাটের এসব স্থানগুলোতে বেড়াতে আসতে দেখা গেছে। তিস্তা ব্যারাজ এলাকায় ঘুরে দেখার মতো সুইচ গেট, ভিআইপি রেস্ট হাউস অবসর, তিস্তা নদীর মনোরোম দৃশ্য, শালবনে বিভিন্ন জাতে গাছসহ অনেক রকম পাখি।
এদিকে ঈদে পর্যটন কেন্দ্রগুলোর কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছেন।