রাজধানীতে ৩ সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ জুন ২০১৭, ১৬:৩২
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর তুরাগের রানাভোলা বটতলা এলাকার একটি বাসা থেকে তিন সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ জুন (বৃহস্পতিবার) রাত ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো- রেহেনা পারভিন (৩৫), বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে আরিফা (৯) ও ১১ মাসের ছেলে সাদ।
তুরাগ থানার ওসি মাহবুবে-ই খোদা জানান, নিহতের পরিবারের ফোন পেয়ে বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না।
নিহত রেহেনা পারভীনের স্বামী মোস্তফা কামালের বরাত দিয়ে ওসি আরও জানান, ৮ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কাজের উদ্দেশে বের হয়ে যান মোস্তফা। রাত ১২টার পর বাসায় ফিরে দেখেন স্ত্রীর লাশ ঝুলছে। আর সন্তানদের লাশ বিছানায় পড়ে আছে।
ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।