মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৭ জুন ২০১৭, ১১:৩৮
জাগরণীয়া ডেস্ক
সাভারের আশুলিয়ায় মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ৬ জুন (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত জেলা দায়রা জজ এসএম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মো. আলাউদ্দিনের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একই সাথে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।
মামলার পর্যবেক্ষণে আদালত বলেছে, হত্যার বিষয়টি অত্যন্ত অমানবিক ও নৃশংস। সম্পতিসহ বিভিন্ন কারণে তিনি প্রায়ই মাকে মারধর করতেন। সর্বশেষ তাকে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরেও শরীরে একাধিক আঘাত করে।
এ ঘটনায় আসামির ছোটভাই বাদী হয়ে গত ৪/১০/২০১১ তারিখে মামলা দায়ের করেন।