প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৪ জুন ২০১৭, ১৪:১৮

জাগরণীয়া ডেস্ক

জয়পুরহাটে আদিবাসী বুদ্ধি প্রতিবন্ধী এক ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের আব্দুল কাইয়ুয়ের ছেলে। ৩ জুন (শনিবার) রাত ১০টায় জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে।

সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, লুৎফর গত ২২ মে বিকালে নিজের গ্রামের ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি এসে আকার-ইঙ্গিতে বিষয়টি তার স্বজনদের জানালে তার বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে লুৎফর পলাতক ছিল।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত