‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’
প্রকাশ : ০২ জুন ২০১৭, ১৭:৫৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/06/02/image-9084.jpg)
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
২ জুন (শুক্রবার) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহিলাদের মাঝে ঈদের শাড়ি বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলার অসহায় গরীব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তারা সুখে থাকে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম এলাকার সহস্রাধিক নারীর মাঝে ঈদ উপলক্ষে একটি করে নতুন শাড়ি উপহার দেন।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম শিবলী সাদিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।