তাড়াশে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৭:০৭
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক। ১৯ মে (শুক্রবার) উপজেলা পরিষদ মিলনায়তনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুৎ। এতে বক্তব্য দেন বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম মামুন হুসাইন প্রমুখ।
বক্তারা বলেন, যে কোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। কর্মশালায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সহকারী কমিশনার মুহাম্মদ মনসুর উদ্দিন। সভায় সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, নিকাহ রেজিস্ট্রার, মসজিদের ইমাম একং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।