নাচোলে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ১৮ মে ২০১৭, ২১:৫৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/05/18/image-8625.jpg)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ১৫ মে (সোমবার) রাতে কল্পনা হেমব্রম (১৩) নামে আদিবাসী এক স্কুলছাত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পশ্চিম লক্ষণপুর গ্রামের বাবুল হেমব্রমের মেয়ে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফাছির উদ্দিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাচোলের পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী কল্পনা হেমব্রম গত সোমবার রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে মা-বাবার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।