ডিবি কার্যালয়ে আনা হয়েছে নাঈম আশরাফকে
প্রকাশ : ১৮ মে ২০১৭, ১১:০৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/05/18/image-8612.jpg)
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৭ মে (বুধবার) দিবাগত রাত দেড়টার পর তাকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার এক আত্মীয়ের বাসা থেকে নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখা।
নাঈমের প্রকৃত নাম আব্দুল হালিম। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নে। নিজের নাম পরিবর্তনসহ বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে এ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার হন মামলার চার ও পাঁচ নম্বর আসামি সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী।