পোশাক কর্মীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

প্রকাশ : ১১ মে ২০১৭, ২১:৪৩

জাগরণীয়া ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের দায়ে সুমার আলী ও আবুল কালাম নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

১১ মে (বৃহস্পতিবার) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালে ১৩ এপ্রিলে এক গার্মেন্টস কর্মী ছুটিতে ঢাকা থেকে জামালপুর বাড়ির উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে রাতে ১১ টার দিকে মুক্তাগাছা সদরে পৌঁছলে সিএনজিতে যাত্রীবেশে থাকা সুমন মাকসুদার মুখ উড়না দিয়ে বেঁধে ড্রাইভার আবুল কালামসহ পাশে একটি ফিসারিতে উপর্যপুরি ধর্ষণ করে। পরে তাকে চেচুয়া বাজারে ফেলে চলে যায়।

এরপর ওই নারী নিজেই মুক্তাগাছা থানায় অভিযোগ করলে তার ডাক্তারি পরীক্ষা করে ধর্ষণের আলামত পায় পুলিশ। এরপর ১০জনের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামি সুমার আলী ও আবুল কালামকে দোষি সাব্যস্থ করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত