‘গুচ্ছগ্রাম’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৪:২১

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, পঞ্চগড়সহ সাত জেলায় ‘গুচ্ছগ্রাম’ প্রকল্পের উদ্বোধন করেছেন।

৩ মে (বুধবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের ৭ জেলার ১০ উপজেলার ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব গুচ্ছগ্রামে ৩৯০ পরিবার আশ্রয় পাবে।

এসময় তিনি বলেন, ‘২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন করবো। আমি চাই এর আগেই যেন বাংলাদেশে একটি মানুষও গৃহহীন না থাকে। এই সময়ের মধ্যেই আমরা প্রতিটি ঘরে আলো জ্বালবো, বিদ্যুৎ দেবো।’

তিনি আরো বলেন, ‘আজকে গৃহহারা, ভূমিহারা মানুষকে অন্ততপক্ষে একটা ঠিকানা আমরা করে দিতে পারলাম। এতে আমি আনন্দিত। আমাদের সীমিত শক্তি দিয়ে যতটুকু দিতে পেরেছি তা দিয়ে আপনারা জীবন-জীবিকটা ভালোভাবে নির্বাহ করবেন।’

তিনি বলেন, ‘মানুষের মৌলিক চাহিদার প্রথমটাই হচ্ছে বাসস্থান। থাকার জায়গা হলে মানুষ তার জীবন-জীবিকার ব্যবস্থা করতে পারে। বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষের একটা ঠিকানা আমরা করে দেবো। এই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হবে। বাংলার মাটিতে জঙ্গি ও সন্ত্রাসবাদের স্থান হবে না। আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষিত হবে। দেশে-বিদেশে তারা কাজ করবে। নিজের পায়ের দাঁড়াবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাচ্ছি যে, বিলুপ্ত ছিটমহলের সুবিধাবঞ্চিত মানুষগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত করতে। বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করে তাদের একটা ঠিকানা, জীবন-জীবিকার একটা ব্যবস্থা আমরা করে দিতে। বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে।’

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত