আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৪
বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধকরণ কর্মসূচী সম্পর্কে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৬ এপ্রিল (বুধবার) দুপুরে বিদ্যালয় হলরুমে সহকারী প্রধান শিক্ষক হরবিলাস বাড়ৈর সভাপতিত্বে কর্মশালায় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বক্তব্য রাখেন ব্র্যাক বরিশাল জেলা জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম কর্মকর্তা রিপন চন্দ্র মন্ডল, গৌরনদী শাখা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, আইটি স্পেশালিস্ট সুবর্ণা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, মানবাধিকার কর্মী সৈয়দ পারভেজ আহমেদ রাজিব, শিক্ষক হরেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।
কর্মশালায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং বিষয়ে ৫টি ডকুমেন্টারি ভিডিও ও কর্মপন্থা প্রদর্শিত হয়।