আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৭, ১৫:১৭
জাগরণীয়া ডেস্ক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুমাইয়া খানম (১৪) আগৈলঝাড়ার চাউকাঠী গ্রামের হেলাল শেখের মেয়ে।
এ ঘটনায় ২১ এপ্রিল (শুক্রবার) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে পূর্বশত্রুতার জের ধরে হেলাল শেখের অষ্টম শ্রেণির পড়ুয়া মেয়েকে কুপিয়ে জখম করেছে একই বাড়ির রহিম শেখের ছেলে টিটন শেখ। পরে তাকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।