বরিশালে অগ্নিদগ্ধ দুই নারীর মৃত্যু
প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৪:২২
জাগরণীয়া ডেস্ক
বরিশালে অগ্নিদগ্ধ দুই নারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকালে তাদের মৃত্যু হয়।
এরা হলেন-ভোলার দৌলতখানের চরপাতা গ্রামের স্বপ্না বেগম (২০) ও পটুয়াখালীর খেপুপাড়া গুলবুনিয়া এলাকার নুরুল আকনের স্ত্রী সাথী (২৩)।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, চুলা থেকে তাদের শরীরে আগুন লাগে। এতে উভয়ের শরীরের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় সাথীকে ৮মার্চ ও সপ্নাকে ২১ মার্চ বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা রাখা হয়েছে।