হাওরে মহাদুর্যোগ
সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:০৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/04/23/image-7851.jpg)
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা, দুর্নীতিবাজ কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের বিচার ও ভরাটকৃত নদী ও বিল খননের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হাওর বাঁচার সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর উদ্যোগে ২২ এপ্রিল (শনিবার) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচার সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর সদস্য অ্যাড. এনাম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন সুমন, সিপিবির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মাসুক আলম, যুব ইউনিয়ন নেতা নিরঞ্জন দাস, অ্যাড. সন্ধিপ দাস, শিক্ষক শাহজালাল সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবি জানান।