হাওরে মহাদুর্যোগ
হাওরের পানি ও মাছ পরীক্ষায় কাজ শুরু করেছে ঢাবি প্রতিনিধি দল
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৩:২৮
হাওরের মাছের মহামারি ও পানি দূষণের কারন অনুসন্ধানে নেমেছে একাধিক প্রতিনিধি দল। ২২ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি প্রতিনিধি দল কাজ শুরু করেছে। পানি ও মরা মাছসহ জলজ জীব ও উদ্ভিদ প্রজাতি পরীক্ষা নিরীক্ষা করতে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা যন্ত্রপাতি নিয়ে হাওরে নামে। হাওরের এই জীব-বৈচিত্র ও পানি দূষণের বিষয়টি দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানাবে তারা।
এদিকে এই দলটি ছাড়াও হাওরের পানি ও মাছ পরীক্ষা করে গেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ মৎস্য ও নদী গবেষণা ইনস্টিটিটিউট চাদপুর, বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলসহ আরো তিনটি প্রতিনিধি দল। তারা শীঘ্রই তাদের পরীক্ষার ফলাফলে কি কারণে পানির দুষণ ও মাছসহ জীব-বৈচিত্র মারা গেছে সেটা জানাবে। তাছাড়া অন্যান্য হাওরও পরিদর্শন করবে তারা।
তবে প্রতিনিধি দলের সবাই প্রাথমিক কারণ হিসেবে এমোনিয়া গ্যাস বৃদ্ধি এবং পানিতে অক্সিজেন ও পিএইস কমে যাওয়ার কারণে এ সমস্যা হয়েছে বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান প্রফেসর মনিরুজ্জামান।