কুষ্টিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৭, ২০:৩৬
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/04/20/image-7755.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রামের নিজ বাড়ির পেছনের আমগাছ থেকে লাবনী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে লাবনীর লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মশাউড়া গ্রামের সেলিমের স্ত্রী লাবনীর লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লাবনীর বাবা আমিরুল ইসলামের দাবি লাবনীর স্বামী ও পরিবারের লোকজন মেরে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন লাশ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করেন।