‘এমপিদের ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবে না’
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৫৪
সংসদ সদস্যদের (এমপি) আবাসনের জন্য নির্ধারিত ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ন্যাম ফ্ল্যাটে শুধু এমপি থাকবে। যারা নিজেরা না থেকে ফ্ল্যাট নিয়ে রেখেছেন তাদের নাম কাটা যাবে।
শনিবার (১৫ এপ্রিল) দুপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ভবনগুলো উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এমপিরা ন্যামে ফ্ল্যাট নিবেন। কেউ থাকবেন না। যাদের রাখার ব্যবস্থা করেন তারা ওখানে থেকে রক্ষণাবেক্ষণ, ব্যবহারের প্রতি ওভাবে যত্নবান না। এটা হলো বাস্তবতা।
এর আগে প্রধানমন্ত্রী দৈনিক বাংলা মোড়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের নবনির্মিত ২৫ তলা বাণিজ্যিক ভবন এবং কাকরাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করেন।