রামগতিতে পহেলা বৈশাখ উদযাপন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৭, ১৩:৪২
পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে সারাদেশের মতো প্রাণের উচ্ছ্বাসে লক্ষীপুরের রামগতিতে দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে পালিত হয়েছে ১৪২৪ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব।
১৪ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ ছোবহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী (ভার:) জি এম কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিকদার গিয়াস উদ্দিন, রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ জামশেদা জং চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান।
এতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, এবং এনজিও প্রতিনিধিসহ এলাকার তরুণ-তরুণীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলা সদর আলেকজান্ডারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে ছিল শোভাযাত্রায় বর কনে শাজিয়ে পালকিতে চড়া, তরুণ-তরুণীরা রঙ-বেরঙের মুখোশ, শাড়ী ও ধুতি পরা, পান্তা উৎসব, র্যাফেল ড্র এবং উপজেলা শিল্পকলা একাডেমি এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উৎসব ভাতা পাওয়া সত্বেও বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।