‘মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ’

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৭, ০০:৫৮

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে নানাজনে নানা কথা, নানা কিছু বলার চেষ্টা করছে, কেউ থ্রেট দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এটা বিভ্রান্তি সৃষ্টির একটি চেষ্টা। 

১২ এপ্রিল (বুধবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়ার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ পৃথিবীর অনেক মুসলমান দেশও বর্ষবরণ উদযাপন করে। কিন্তু বাংলাদেশে এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল।

শেখ হাসিনা বলেন, ‘এই একটা দিন যেদিন বাংলাদেশে বসবাসরত সব ধর্মের সব সদস্য এক হয়ে পালন করে। এটা হলো বাংলা নববর্ষ। এর সঙ্গে কোনো ধর্মীয় ব্যাপার নেই। আর মঙ্গল শোভাযাত্রা এটাও কোনো ধর্মীয় ব্যাপার না। আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ তারই কিছু প্রতিফলন ঘটে। এটাকে কেউ কেউ হিন্দুয়ানি… যেমন মঙ্গল শব্দ শুনলে এটা হিন্দুয়ানি শব্দ… এটা কিন্তু কোনোদিন গ্রহণযোগ্য না।’ 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত