মুফতি হান্নানের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১৪:০২
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের সঙ্গে শেষ দেখা করেছে তার পরিবারের চার সদস্য।
আজ বুধবার (১২ এপ্রিল) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যারা দেখা করেছে তারা হল ‘মুফতি’ হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন, দুই মেয়ে নিশাত ও নাজনীন এবং বড় ভাই আলী উজ্জামান। প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ ধরে হান্নানের সাথে কথা বলে পরিবারের চার সদস্য ।
কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, কারাগারে পৌঁছানোর পর সকাল ৭টা ১০ মিনিটে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। তখন থেকে তারা প্রায় ৭টা ৫০ মিনিট পর্যন্ত হান্নানের সঙ্গে কথা বলেন। এরপর বেরিয়ে আসেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, "ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মুফতি হান্নানের সঙ্গে শেষ দেখা করেছেন তার পরিবারের চার সদস্য। দেখা শেষে তারা কারাগার ত্যাগ করেছেন"।