‘আমাদের কাছে পানি আসবেই’
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আছি ভাটিতে। আমাদের কাছে পানি আসবেই। কেউ আটকে রাখতে পারবে না। পানি দাও, পানি দাও করে চিৎকার করলে হবে না। পানি আসবেই, বৃষ্টি বেশি হলেতো পানি ছাড়তেই হবে। তখন সেটা আমাদের ধরে রাখতে হবে। খালি হাতে তো আসিনি।
ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর থেকে ফেরার একদিন পর ১১ এপ্রিল (মঙ্গলবার) গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় এসে বলেছিলেন পানি দেবেন, আমার এবারের সফরেও তিনি পানি না দেওয়ার কথা কিন্তু বলেননি। তিনি আশেপাশের কিছু নদীকে মিলিয়ে যৌথসমীক্ষার কথা বলেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুস্পষ্টভাবে বলেছেন, তিস্তাচুক্তি হবে। তিনি যখন বলেছেন, আমরা অপেক্ষা করতেই পারি।
উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ১০ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।