‘মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে’

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৭

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর থেকে ফেরার একদিন পর ১১ এপ্রিল (মঙ্গলবার) গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধনমন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করে এবং বর্তমানে তা এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। সামগ্রিকভাবে এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুস্পষ্টভাবে বলেছেন, তিস্তাচুক্তি হবে। তিনি যখন বলেছেন, আমরা অপেক্ষা করতেই পারি।

উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ১০ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত