ঐশীর ডেথ রেফারেন্সের শুনানি মুলতবি

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৭, ০৮:৪৮

জাগরণীয়া ডেস্ক

ঐশী রহমানের ডেথ রেফারেন্সের শুনানি অব্যাহত রয়েছে। শুনানি পরবর্তীতে কার্যতালিকায় আসা পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

১০ এপ্রিল (সোমবার) ঐশীর পক্ষে শুনানি করেন তার আইনজীবী আফজাল এইচ খান ও সুজিত চ্যাটার্জি বাপ্পী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।

এর আগে সকাল পৌনে দশটার দিকে হাইকোর্টের নির্দেশে ঐশীকে হাজির করে কারা কর্তৃপক্ষ। সকাল দশটা ৩৫ মিনিটে এজলাসে বসে তাকে নিয়ে খাসকামরায় যান হাইকোর্ট। সেখানে মানসিক অবস্থা পর্যবেক্ষণে দশটা ৪৫ মিনিট থেকে বেলা এগারটা পর্যন্ত ১৫ মিনিট একান্তে তার বক্তব্য শোনেন আদালত। সেখানে ছিলেন কেবলমাত্র আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের একজন করে আইনজীবী।

বক্তব্য শোনার পরে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় ঐশী রহমানকে।

অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মামলাটির বিচার চলছে শিশু আদালতে। দু’টি খুনের জন্য পৃথক দু’টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। দু’টি অপরাধের জন্য আলাদা আলাদা করে ঐশীকে দু’বার ফাঁসি ও দু’বারে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়ের ৭ দিন পর গত বছরের ১৯ নভেম্বর ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছে। পরে এ মামলায় শুনানির জন্য আপিল গ্রহণ করেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রীয় প্রকাশনা সংস্থা বিজি প্রেসে আপিল শুনানির জন্য ঐশীর মামলার পেপারবুক তৈরির পর হাইকোর্টে পৌঁছে।

পরে গত বছর শুনানির জন্য ডেথ রেফারেন্স ও ঐশীর আপিল কার্যতালিকাভুক্ত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত