খালেদা জিয়াকে ২৫ এপ্রিল হাজিরের নির্দেশ
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৭, ১৫:৪৮
জাগরণীয়া ডেস্ক
রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হওয়ার জন্য আগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জানান, আজ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আদালতে যেতে পারছেন না বলে সময়ের আবেদন করা হয়। বিচারক ২৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।
ওই ১১টি মামলার মধ্যে রয়েছে- রাষ্ট্রদ্রোহের একটি, দারুস সালাম থানার নাশকতার আটটি ও যাত্রাবাড়ী থানার দু’টি মামলা। এর মধ্যে অবশ্য রাষ্ট্রদ্রোহ ও দারুস সালাম থানার নাশকতার দু’টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।