রাতে খালেদার ‘জরুরি বৈঠক’

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৭, ১৫:০১

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ‘জরুরি বৈঠক’ ডেকেছেন খালেদা জিয়া।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ১০ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক বসতে যাচ্ছে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর, সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকসহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা এবং পরবর্তী করণীয় ঠিক করতেই ম্যাডাম এই বৈঠকে ডেকেছেন।

ভারতে চার দিনের সফর শেষে সোমবার রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর দুই দেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক রয়েছে, যার বিরোধিতা করে আসছিল বিএনপি।

ওই সমঝোতা স্মারকের বিষয়ে ইঙ্গিত করে ৯ এপ্রিল (রবিবার) রাতে আইনজীবীদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আরও পাঁচ বছর ‘ক্ষমতায় থাকার জন্য’ বর্তমান সরকার ‘দেশ বিক্রির চুক্তি’ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত