পহেলা বৈশাখ উপলক্ষে পোশাক না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৪০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/04/08/image-7406.jpg)
পহেলা বৈশাখ উপলক্ষে নতুন কাপড় কিনে না দেওয়ায় কেরানীগঞ্জে রোকসানা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
৮ এপ্রিল (শনিবার) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী জয়নুদ্দিন জানান, তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে রোকসানা তার কাছে পহেলা বৈশাখ উপলক্ষে থ্রি-পিস কিনে দেয়ার বায়না ধরেন। কিন্তু তিনি তা না দিতে চাওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি খবর পান যে তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।