কেরানীগঞ্জে ঝোপ থেকে অজগর সাপ উদ্ধার
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৭:০৩
জাগরণীয়া ডেস্ক
কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর নতুন রাস্তার পাশে একটি ঝোপ থেকে অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, অজগরটি লম্বায় ১২ থেকে ১৪ ফুট হবে। এর ওজন প্রায় ২০ কেজি।
এলাকাবাসীরা জানায়, রবিবার দুপুর ২টার দিকে কয়েকজন তারানগর নতুন রাস্তার কাছেই ডোবার পাশে একটি ঝোপের মধ্যে অজগরটি দেখতে পায়। পরে জলিল নামে এক ব্যক্তি টেটা (মাছ শিকার করার দেশীয় অস্ত্র) দিয়ে অজগরটির মাথায় আঘাত করেন। পরে ঝোপ থেকে সাপটি টেনে বের করা হয়।
তিনি আরও জানান, সাপটি দ্রুত বন বিভাগের কাছে হস্তান্তর না করলে মারা যেতে পারে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।