সাত শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক আটক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:২৪
আশুলিয়ায় ৭ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে আমির হোসেন নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।
৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে আশুলিয়া থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক আমির হোসেন আশুলিয়ার কুরগাও এলাকার আমির মডেল স্কুলের মালিক। তিনি নরসিংদীর বেলাবর থানার বাটেরচড় এলাকার জিন্নাতুল মিয়ার ছেলে। তিনি ওই স্কুলে শিক্ষকতাও করেন।
সংবাদ সম্মেলনে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, আমির হোসেন প্রথমে তার স্কুলের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি আরও ৬ শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন।
ধর্ষণের শিকার শিক্ষার্থী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার মা বাদি হয়ে আমির হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। পুলিশ রাতেই কুরগাও এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে।