পত্নিতলায় গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:৫৬
জাগরণীয়া ডেস্ক
নওগাঁর পত্নিতলায় নিজ বাড়ির বারান্দা থেকে বানু খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বানু খাতুন উপজেলার দক্ষিণ আড়াইল গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী রায়হান আলম পলাতক আছে।
পত্নিতলায় থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, প্রতিবেশীরা সকালে বানু খাতুনের বাড়ির বারান্দায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার গলায় একটি কাল দাগ ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।