ভারতীয় শহীদদের মরণোত্তর সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৮:১৩

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসন্ন ভারত সফরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণদানকারী সাত ভারতীয় সেনার স্বজনদের হাতে ক্রেস্ট তুলে দেবেন।

এই সাত শহীদ হচ্ছেন, ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, মেজর অনুপ সিং, সেপাই অংশুয়া প্রসাদ, লে.সমীর দাস, স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত, ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী ও সুবেদার মালকাত সিং।

ভারতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন জানান, ৮ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় দিল্লি ক্যান্টনমেন্টে মানেকশ সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১’ এ শহীদ ভারতীয় যোদ্ধাদের স্বজনদের হাতে সিলভার ক্রেস্ট ও ৫ লাখ টাকা করে তুলে দেবেন। নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন সে সময়।

তিনি আরো জানান, এরপর বিভিন্ন সময়ে বাকি শহীদের ১৬৬১ পরিবারকে ক্রেস্ট ও অর্থ তুলে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত