প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৭, ২০:০৫

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সেনা বাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

২ এপ্রিল (রবিবার) বিকেলে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতীয় সেনাপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তিনদিনের সফর শেষ করেন তিনি। বিকেল ৫টার দিকে বিমান বাহিনীর কুর্মিটোলা বঙ্গবন্ধু ঘাঁটি থেকে বিশেষ বিমানে ঢাকা ছেড়ে যান।

বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এ সময় ভারতীয় প্রতিনিধি দলটিকে বিদায় জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত