গলায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:৫২

জাগরণীয়া ডেস্ক

নোয়াখালীর সুধারামে অটোরিকশায় করে যাওয়ার সময় চাকায় ওড়না পেঁচিয়ে নাজমা আক্তার রাহি নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাজমা নোয়াখালী সরকারি মহিলা কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন। 

৪ এপ্রিল (মঙ্গলবার) সকালে উত্তর সোনাপুরে এই দুর্ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নাজমা সকালে তার মায়ের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁছিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার থানায় অভিযোগ না দিয়ে লাশ বাড়ি নিয়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিহত রাহি নোয়াখালী পৌরসভার মহব্বতপুরের আবু হাসানের মেয়ে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত