শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রামপুলিশ সদস্যকে কারাদণ্ড
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৭, ২৩:৩৯
বরিশালের আগৈলঝাড়ায় শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রামপুলিশ ইদ্রিস গাইনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম আমবৌলা গ্রামের এনজিও স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে গত ২৯ মার্চ বিকেলে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি ঘটায় নিমারপাড় গ্রামের হামেদ গাইনের ছেলে গ্রাম পুলিশ সদস্য ইদ্রিস গাইন।
ওই শিশুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এএসআই শাহজাহান শনিবার বিকালে অভিযুক্ত গ্রাম পুলিশ ইদ্রিস গাইনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইদ্রিসকে ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারকও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন বাদি ও নির্যাতিতা শিশুর উপস্থিতিতে দ: বি: ৫০৯ ধারায় অভিযুক্ত ইদ্রিসকে তিন মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।