হবিগঞ্জে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৭, ১৮:৪৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
২ এপ্রিল (রবিবার) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাতিয়াইন গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির জানান, ওই গ্রামের আবু সামার ছেলে গাজী মিয়ার সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার মিনহাজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে ২ এপ্রিল (রবিবার) বেলা ১১টার সময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিন, সুপিয়া আক্তার, আমেনা আক্তার, রেনু মিয়া, মুরাদ মিয়া, মনু মিয়া, মালু মিয়া, ফারুক মিয়া, নাহিদা আক্তার, যুবায়ের মিয়া, সাহেদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।